পাঁচ বছরে সড়কে শেষ দেড় শতাধিক পরিবার
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০
চলতি বছরের এপ্রিলে ঝালকাঠির বারেক মৃধার দুই মেয়ে বাবার বাড়িতে ঈদ করেন। ছুটি শেষে তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে বরিশাল যাচ্ছিলেন। পথেই একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে চাপা দেয়। এতে গাড়ির চালকসহ বারেক মৃধার দুই মেয়ের পরিবারের সবাই নিহত হন।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার এ ধরনের ঘটনা বাড়ছে। গত পাঁচ বছরে সড়কে দেড় শতাধিক পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে।
নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। তারা নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে পরিবারভিত্তিক প্রাণহানির এ প্রতিবেদন তৈরি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।