এ নামটি বলতে চায় না চ্যাটজিপিটি, কিন্তু কেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে অস্বাভাবিক এক গ্লিচ বা ত্রুটি খুঁজে পেয়েছেন ব্যবহারকারীরা, যেখানে ‘ডেভিড মায়ার’ নামটি বলতে বাধার মুখে পড়ছে এআই চ্যাটবটটি।


এ নাম লিখতে বলা হলে, ওপেনএআই-এর অত্যন্ত জনপ্রিয় চ্যাটবটটি একটি এরর মেসেজ দেখায়। এটি বলে, “আমি এমন প্রতিক্রিয়া তৈরি করতে অক্ষম।”


পাশাপাশি, এরর মেসেজের পরেই চ্যাট থ্রেডটি শেষ হয়ে যায়। পরবর্তীতে ব্যবহারকারীরা নতুন একটি চ্যাট উইন্ডো খুলতে বাধ্য হন।


এ সমস্যা, তথ্য ধামাচাপা দিতে প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে এমন উদ্বেগ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


“আমি মনে করি এখানে বোঝার বিষয় হল, কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য চ্যাটজিপিটি নিয়ন্ত্রিত হতে চলেছে এবং তাদের কাছে এর উপায়ও রয়েছে।” – চ্যাটজিপিটি ফোরামে লিখেছেন এক ব্যবহারকারী।


এ ছাড়া, বিভিন্ন উপায়ে চ্যাটজিপিটিকে ‘ডেভিড মায়ার’ নাম বলা চেষ্টা চালিয়েছেন অন্যান্য ব্যবহারকারীরা। সেখানে কোড, এমনকি ধাঁধাও ব্যবহার হলেও কোনোটিই কাজ করেনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও