ফ্যাটি লিভার ক্যান্সার ও সিরোসিসের দিকেও যেতে পারে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯

লিভার বা যকৃতে অল্প চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত চর্বি জমে গেলে তা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বিষয়টি লিভার ক্যান্সার ও সিরোসিসের দিকেও যেতে পারে। হাঁটু ও পিঠে ব্যথার কারণে বছরখানেক আগে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ইয়ানিক ফ্যাশার।

সেই সময় তার লিভার পরীক্ষা করা হলে ডা. ফ্রিডহেল্ম জাইক তাকে জানান, তার ফ্যাটি লিভার রোগ হয়েছে।


ফ্যাশার জানতেন, তার ওজন বেশি। পাঁচ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ফ্যাশারের ওজন ১৩০ কেজি ছিল। তবে লিভারের সমস্যা তাকে অবাক করেছিল।


ডা. ফ্রিডহেল্ম জাইক বলছেন, ‘আগামী বছরগুলোতে আমরা এই সমস্যা আরো বেশি দেখব। ফ্যাটি লিভার, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে। এটা আমাদের ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টারগুলোর জন্য উদ্বেগের। ফ্যাশার নিশ্চিতভাবেই সেদিকে এগোচ্ছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও