You have reached your daily news limit

Please log in to continue


ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: এবি পার্টি

এবি পার্টির নেতারা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এবি পার্টি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা বাংলাদেশের দীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তাকে হাসিনার বন্ধুত্ব ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের এম্বাসিতে হামলার মাধ্যমে আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন