You have reached your daily news limit

Please log in to continue


সুগন্ধি মোমবাতি কতটা নিরাপদ?

আবছায়া ঘরে মোমের আলো, সাথে সুগন্ধির সুবাস- এমন রোমান্টিক পরিবেশে কেউ যদি বলে- সুগন্ধি মোমবাতি শরীরের জন্য খারাপ! তখন হয়ত মেজাজটাই নষ্ট হয়ে যাবে।

তবে আসল বিষয় হল, সুগন্ধিযুক্ত বা ছাড়া যে কোনো মোমবাতি বেশিক্ষণ জ্বললে শরীরে বাজে প্রভাব পড়তে পারে। তা সেটা যতই প্রাকৃতিক ও স্বাস্থ্যকর লেখা থাকুক না কেনো!

সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মোমবাতি জ্বালানোর পর রাসায়নিক বিক্রিয়ার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

সাধারণ মোমবাতি তৈরি করার প্রধান উপাদান হল ‘প্যারাফিন’; যা প্রাথমিকভাবে পেট্রোলিয়াম পরিশোধনের পরে উপজাত হিসেবে তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ক্যান্ডেল অ্যাসোসিয়েশন’য়ের তথ্যানুসারে- মোমবাতি তৈরির ক্ষেত্রে বেশিরভাগ সময় ‘প্যারাফিন’ ব্যবহার করা হয় সারা বিশ্বে।

‘ক্লিভল্যান্ড ক্লিনিক’য়ের সহকারী অধ্যাপক পালমোনোলজিস্ট ডা. সোবিয়া ফারুক এই বিষয়ে বলেন, “প্যারফিন’ আসলেই দেহে ক্ষতিকর প্রভাব রাখে, নাকি রাখে না- এই বিষয়ে জোরালো কোনো তথ্য নেই। তবে বিভিন্ন দিক বিবেচনা করে ঝুঁকিটা থেকেই যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন