গাজায় ইসরায়েলের এক বছরের অভিযানে প্রাণ হারিয়েছেন ৩৩ জিম্মি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান অভিযানে এ পর্যন্ত ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার জানিয়েছে এ তথ্য।


সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় হামাসের পক্ষ থেকে বলা হয়, “ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ৩৩ জন ইসরায়েলি বন্দি প্রাণ হারিয়েছেন। গাজায় যে মাত্রার ধ্বংসযজ্ঞ চলছে, তাতে তাদের দেহাবশেষও আর পাওয়ার সম্ভাবনা নেই।”


কবে কতজন জিম্মি নিহত হয়েছেন সেই তালিকাও প্রদান করেছে হামাস। সেটি পর্যালোচনা করে দেখা গেছে ২০২৩ সালের ৯ অক্টোবর ৪ জন, ১৪ অক্টোবর ৯ জন, ৮ ডিসেম্বর ১ জন, ২০২৪ সালের ১ মার্চ ৭ জন, ৯ জুন ৩ জন, আগস্ট মাসে ৩ জন, ২ সেপ্টেম্বর ৬ জন নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও