চরিত্র থাকলেও গোয়েন্দা চলচ্চিত্র কম বাংলাদেশে
বণিক বার্তা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩
গোয়েন্দা গল্প সারা বিশ্বেই জনপ্রিয়। বাংলাদেশেও এ জনরার গল্প লুফে নেন পাঠক। সে কারণে এ দেশের সাহিত্যও পেয়েছে বেশ কয়েকজন গোয়েন্দা। গোয়েন্দার পাশাপাশি বাংলা সাহিত্যে আছে অ্যাডভেঞ্চারার। এগুলোকে গোয়েন্দা গল্প বলা যায় কিনা, তা নিয়ে তর্ক হতে পারে।
তবে সুকুমার সেন তার ‘ক্রাইম কাহিনীর কালক্রান্ত্রি’ বইয়ে ‘ক্রাইম কাহিনী’র যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এ গল্পগুলো তা ধারণ করে। সে কারণে বাংলা সাহিত্যের অনেক অ্যাডভেঞ্চার গল্প বা সাধারণ গল্পও গোয়েন্দা গল্প না হয়েও ক্রাইম কাহিনী হয়ে ওঠে। সেখানে রহস্য থাকে, রহস্যের সূত্র থাকে, অপরাধীও থাকে। এক বা একাধিক ব্যক্তি সূত্র অনুসরণ করে অপরাধী ধরেন। গোয়েন্দা গল্পের প্যাটার্নই এটা।