জেএসএস চুক্তি বাস্তবায়নে মাঠে নামলে ‘পাশে থাকবে’ ইউপিডিএফ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০১
‘পার্বত্য শান্তি চুক্তি’র বিরোধিতা করেই আড়াই দশকের বেশি সময় আগে জেএসএস থেকে বেরিয়ে পাহাড়ের আঞ্চলিক দল হিসেবে ইউপিডিএফের জন্ম হলেও দলটির মুখপাত্র এখন বলছেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য লড়াইয়ে শামিল হতে তাদের কোনো ‘আপত্তি’ নেই।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসকে (সন্তু লারমা) ২৭ বছর আগে আওয়ামী লীগের সঙ্গে হওয়া এই ‘শান্তি চুক্তি’র মূল অংশীদার হিসেবে বর্ণনা করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলছেন, “পার্বত্য শান্তি চুক্তির মূল স্টেকহোল্ডার জেএসএস। এই চুক্তিতে নানা অসংগতি আছে, চুক্তিটি অসম্পূর্ণ। তবু পাহাড়ের অধিকাংশ মানুষই এই চুক্তিটি চায়।
“ফলে জেএসএস যদি এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আন্দোলন করে এবং তাতে ইউপিডিএফের সহযোগিতা চায় তাহলে ইউপিডিএফ আন্তরিকভাবে তাতে শামিল হবে।”