লাকি ভাস্করে ভাগ্য ফিরল দুলকার সালমানের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১
সিনেমায় এক যুগের ক্যারিয়ার দুলকার সালমানের। এই দীর্ঘ সময়ে তিনি শুধু সাফল্য পেতেই অভ্যস্ত ছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু। এরপর তিনি হয়ে ওঠেন ব্যস্ততম মালয়ালম অভিনেতা। নিজের ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দেখা দিয়েছেন তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায়। উপহার দিয়েছেন ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ জনপ্রিয় অনেক সিনেমা।
তবে গত কয়েক বছরে দুলকার সালমানের সাফল্যের গ্রাফ ক্রমে তলানির দিকে যাচ্ছিল। ২০২১ সালে মাত্র একটিই সিনেমা মুক্তি পেয়েছে তাঁর— কুরুপ। পরের বছর চারটি সিনেমা এলেও ‘সীতা রামাম’ ছাড়া অন্যগুলো সাফল্য পায়নি। গত বছর ছিল মাত্র একটি সিনেমা—‘কিং অব কথা’, এটিও অতটা প্রশংসিত হয়নি।