পার্বত্যাঞ্চল এখনো কেন অশান্ত
অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক ইস্যু ঘুরছে স্পর্শকাতর পার্বত্য চট্টগ্রামেও। সেখানকার বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীকে উসকে দেওয়া হচ্ছে অবিশ্বাস ও অনাস্থায়। প্রথমে মোটরসাইকেল চুরির ঘটনাকে পুঁজি করে বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হয়। পাহাড়ি নারীদের সংগঠিত করে চড়াও করা হয় দায়িত্বরত সেনা ও বিজিবি সদস্যদের ওপর।
কুশীলবরা আশা করেছিল, পাহাড়ি নারীদের লাঠির আঘাতে উত্তেজিত হয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অ্যাকশনে যাবেন। তখন এটি হয়ে যাবে আন্তর্জাতিক ইস্যু। নিরাপত্তা বাহিনী সেই ফাঁদে পা দেয়নি। সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।
- ট্যাগ:
- মতামত
- পার্বত্য চুক্তি
- পার্বত্য অঞ্চল