পেয়ারাপাতা চিবানোর উপকারিতা জানেন?

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০৪

উপমহাদেশের চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, পেয়ারাপাতা বিভিন্ন রোগে খুব কার্যকর ওষুধ। এর আছে বহুবিধ ব্যবহার। বলা হয়, পেয়ারাপাতা খারাপ কোলেস্টেরল কমানো থেকে শুরু করে ওজন কমানো, এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর। এসব সুবিধা পেতে সপ্তাহে অন্তত তিন দিন পেয়ারাপাতা চিবোতে হবে। অথবা খেতে হবে পেয়ারাপাতার চা। তবেই মিলবে সুফল।


হজমে সাহায্যকারী


হজম ও গ্যাসের সমস্যায় পেয়ারাপাতা উপকারী। পেয়ারাপাতা আমাদের পাচনতন্ত্রের ক্ষতিকর অণুজীবের সঙ্গে লড়াই করে। ফলে তা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়াসহ খাবারের কারণে সৃষ্ট বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি কমায়। শুধু তা-ই নয়, পেয়ারাপাতার চা ডিটক্সিফায়ার বা শুদ্ধিকারক হিসেবে কাজ করে পেটে জমে থাকা গ্যাস বের করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও