You have reached your daily news limit

Please log in to continue


কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটের বয়স কমাল

পর্দায় অভিনয়শিল্পীদের বয়স কমানো–বাড়ানো নতুন কিছু নয়। ভারতীয় তারকা রজনীকান্ত ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে এত দিন সে কাজে মূলত প্রস্থেটিক মেকআপই ব্যবহার করা হতো বেশি। আবার একই চরিত্রের বিভিন্ন বয়সের উপস্থাপনের জন্য সাধারণত ভিন্ন ভিন্ন অভিনয়শিল্পী নেওয়া হয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘হেয়ার’ নামের সিনেমায় পরিচিত এসব কৌশলকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছেন রবার্ট জেমেকিস। কয়েক দশক ব্যাপ্ত ছবির গল্পে ‘ফরেস্ট গাম্প’ জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে দেখা গেছে তরুণ থেকে বৃদ্ধ বয়স অবধি। কৈশোর থেকে আশি

পেরোনো বয়স পর্যন্ত গল্পের পুরোটাতেই অভিনয় করেছেন হ্যাঙ্কস-রাইট জুটি। অথচ এখন তাঁদের বয়স যথাক্রমে ৬৮ ও ৫৮। রূপসজ্জায় নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্দায় তাঁদের বিভিন্ন বয়সের চেহারায় ফুটিয়ে তোলা হয়েছে। আর কাজটা করেছে ‘মেটাফিজিক’। তার জন্য অবশ্য প্রস্তুতিও কম নিতে হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন