সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটার লম্বা ক্যাবল বসাবে মেটা!
ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো মেটা। এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একমাত্র মূল সংস্থা হচ্ছে মেটা, সেজন্য তারা এর ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে।
মেটা তার পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিশ্ব জুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল স্থাপন করার পরিকল্পনা করেছে। এই প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার (৮৪ হাজার কোটি টাকা) খরচ হবে বলে জানা গেছে।
মেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী কোম্পানি। এর প্ল্যাটফর্মটি সব ধরনের ইন্টারনেটের ১০ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ট্রাফিকের ২২ শতাংশ পায়। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে, এই সংস্থাটি তার ডেটা ট্র্যাফিককে শক্তিশালী করতে নেটওয়ার্কে কাজ করার পরিকল্পনাও করেছে।