সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

ডেইলি স্টার প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।


এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল।


তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর পল্লবীতে শিক্ষার্থী আকরাম খান রাব্বী হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা তথ্য অনুসারে এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।


গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আবুল তালেব বিদ্যালয়ের পাশে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও