You have reached your daily news limit

Please log in to continue


সহজে বাড়িয়ে নিন আইফোন মেসেজেস অ্যাপের নিরাপত্তা

কখনও মেসেজ পাঠাতে গিয়ে এমন মনে হয়েছে, যাকে টেক্সট করছেন ফোনের অপর পাশে আসলেই সেই ব্যক্তি আছেন কিনা? এর সমাধান দিতেই আইওএস ১৭.২-এর সঙ্গে অ্যাপল ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ নামের একটি বহুল প্রতীক্ষিত সিকিউরিটি টুল প্রকাশ করে। টুলটির সহজ কাজ হল ফোনের অপর পাশে থাকা মানুষটিকে যাচাই করা।

কোনো সাংবাদিক, অধিকার কর্মী বা সরকারি কর্মকর্তা যদি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন তবে এ টুলটি সাহায্য করবে এটি যাচাই করতে যে তারা আসলে কাকে মেসেজ পাঠাচ্ছেন। এ কথা ২০২২ সালের ডিসেম্বরে টুল প্রকাশের আগে বলেছিল অ্যাপল।

ফিচারটি কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।

কীভাবে ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ চালু করবনে?

প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। স্ক্রিনের ওপর দিকে নিজের অ্যাপল আইডি’র ওপরে চাপুন।

পরের স্ক্রিনের নিচের দিকে ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ অপশন বেছে নিন। এরপর, ‘ভেরিফিকেশন ইন আইমেসেজ’ লেখার পাশের সুইচটি চালু করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন