পাকিস্তানের কুররামে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের কুররাম জেলায় প্রাণঘাতী সাম্প্রদায়িক দাঙ্গা অব্যাহত আছে। গত সপ্তাহে একটি অস্থায়ী লড়াইবিরতি সত্ত্বেও পরিস্থিতির কোনো হেরফের হয়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ দাঙ্গায় মৃতের সংখ্যা এখন ১৩০ জন ছাড়িয়ে গেছে আর কর্তৃপক্ষ একটি সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের সীমান্তের নিকটবর্তী কুররাম কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক উত্তেজনার একটি কেন্দ্র হয়ে আছে। গত মাসে সুন্নি ও শিয়াদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার পর আক্রমণ, পাল্টা আক্রমণের নতুন ঢেউ ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের কর্মকর্তা ওয়াজিদ হুসেইন রয়টার্সকে জানান, গত দেড় সপ্তাহে বিভিন্ন হামলার ঘটনায় ১৩৩ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, “জেলা প্রশাসন ও অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই বন্ধে অনেক উদ্যোগ নিলেও এখনও কোনো অগ্রগতি হয়নি।”
গত রোববার পাকিস্তান সরকারের একটি টিম দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করে সাতদিনের এক লড়াই বিরতির ব্যবস্থা করে দেয়। কুররমের জমি ও অন্যান্য স্থানীয় বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলিমরা কয়েক দশক ধরে উপজাতীয় ও সম্প্রদায়িক দ্বন্দ্বে লিপ্ত আছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- সাম্প্রদায়িক দাঙ্গা