চূড়ান্ত হলো ক্লাব বিশ্বকাপের ৩২ দল
যুগান্তর
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:০২
লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জয় করে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে বোটাফোগো। এর মাধ্যমে টুর্নামেন্টের জন্য ৩২ দল পেয়ে গেল ফিফা।
২০২৫ সাল থেকে বদলে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ফরম্যাট। এখন থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে ৩২ দল। এর মধ্যে ইউরো থেকে সর্বোচ্চ ১২টি দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে। আর স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ওশেনিয়া থেকে কেবল একটি করে দল ক্লাব ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নেবে।
ইউরোপের পর দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্লট পেয়েছে লাতিন আমেরিকা। সেখান থেকে যোগ্যতাবলে ব্রাজিলের চারটি এবং আর্জেন্টিনার দুটি ক্লাব মূল আসরে খেলার সুযোগ পাচ্ছে।
এছাড়া এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা অঞ্চলের চারটি করে ক্লাব ফিফার এই টুর্নামেন্টে খেলার টিকিট পেয়েছে।
- ট্যাগ:
- খেলা
- ক্লাব বিশ্বকাপ