১৩৪ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত হাফিজুলের মরদেহ
রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ভ্যানচালক হাফিজুল শিকদারের (২৯) মরদেহ ১৩৪ দিন পর কবর থেকে তোলা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত হাফিজুল শিকদারের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামে। সে ওই এলাকার আবু বক্কর শিকদারের ছেলে ছিল। বর্তমানে বাড্ডা থানার রূপনগরে এলাকার ১৮৮৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতো।
সুরতহাল প্রতিবেদনকারী সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রিজুয়ানুল হক জানান, জুলাই মাসের ২০ তারিখে ভ্যানচালক হাফিজুল বাড্ডার প্রগতি সরণি দিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হয়। এরপর পরিবার তাকে বাড্ডার বরকতপুর মোল্লা কবরস্থানে দাফন করে। এই ঘটনায় নিহতের পরিবার পরদিন ২১ জুলাই বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৬)দায়ের করে। আজ আদালতের নির্দেশে তেজগাঁও রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।