নৌকার দিন শেষ, জামায়াতে বাংলাদেশ : জামায়াতের হিন্দু নেতা

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ছিল হিংসুক, সংকীর্ণমনা, বেদরদী ও বেপরোয়া। তারা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান ও সমীহ করেছে। আওয়ামী লীগ আমলে সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার মাধ্যমে লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে খুনের পর ঠাণ্ডা মাথায় মিথ্যা অভিযোগ দিয়ে সাজানো সাক্ষী আর পাতানো কোর্ট দিয়ে জামায়াতের শীর্ষনেতাদের হত্যা করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও