কমলার খোসা দিয়ে এই ৭ কাজ করা যায়
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪
কমলার ছড়াছড়ি এখন বাজারে। ভিটামিন সি সমৃদ্ধ ফলটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। উপকারী কমলার খোসাও কিন্তু দারুণ কাজের। তাই কমলার খোসা ফেলে না দিয়ে নানা কাজে লাগাতে পারেন।
- ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে সাইট্রাস অ্যাসিড সমৃদ্ধ কমলার খোসা ব্যবহার করতে পারেন। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও বেশ কার্যকরী এটি। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেস প্যাক হিসেবে।
- ফল বা সবজির সালাদে ড্রেসিং কিংবা বেকিংয়ের কাজে অনেকেই অরেঞ্জ এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন।কমলালেবুর খোসা দিয়ে এই অয়েলটি সহজেই তৈরি করে ফেলা যায়। অলিভ অয়েলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে শুকিয়ে নেওয়া কমলালেবুর খোসা ভিজিয়ে রাখুন। সপ্তাহখানেক রাখার পর রান্নায় ওই তেল ব্যবহার করুন।
- জুতার দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপড়ের ব্যাগে কমলার খোসার টুকরা নিয়ে রেখে দিন জুতার ভেতরে।
- কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। গরম পানিতে আধা চা চামচ এই খোসার গুঁড়া নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিলেই চা তৈরি। এই চায়ের স্বাদ বৃদ্ধি করতে সামান্য আদা বা দারুচিনির গুঁড়া মিশিয়ে নিতে পারেন।
- চিনি জমাট বেধে যাচ্ছে? বয়ামে কয়েক টুকরো কমলার খোসা রেখে দিন।
- ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে কমলার খোসার ফেসপ্যাক ব্যবহার করুন। কয়েক চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়া ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- স্টেইনলেস স্টিল পলিস করতে পারেন কমলার খোসার সাহায্যে। একটি কমলার খোসার ভেতরের অংশে ঘষুন স্টেইনলেস স্টিলের পাত্রে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কমলার খোসায় থাকা প্রাকৃতিক তেল চকচকে করবে পাত্র।
- ট্যাগ:
- লাইফ
- কমলার খোসা
- ব্যতিক্রমী ব্যবহার