You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে ডারবান টেস্টেও আলোচনায় আম্পায়ার সৈকত

ডারবানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। বাংলাদেশিদের কাছে সেই ম্যাচের ফল অতটা গুরুত্ব না পেলেও, সৈকত আলোচনায় এসেছেন। কারণ ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিল দুই দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত।

কেবল এই ম্যাচেই নয়, বছর জুড়েই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন তিনি। ফরম্যাটটিতে ৫টি ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছেন। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৫ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। এর মধ্যে দুটি ম্যাচেই ছিলেন শতভাগ সফল।

প্রোটিয়াদের বোলিং তোপে গতকাল চতুর্থ দিনে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে ২৪৫ রানের বড় ব্যবধানে হেরেছে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা সৈকত ও পল রাইফেল। সৈকতের মতো অস্ট্রেলিয়ান আম্পায়ার রাইফেলও ছিলেন ৬ সিদ্ধান্তের ৫টিতে সফল। সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে প্রথম ইনিংসের ২৪তম ওভারে রিভিউ নেয় শ্রীলঙ্কা। প্রোটিয়া ব্যাটার উইয়ান মুল্ডারের আউটের আবেদনে সাড়া দেননি তিনি। পরে রিভিউ নিয়ে ব্যর্থ হয় লঙ্কানরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন