‘সাউ পেরিলা’ কমাবে তেল আমদানি, আবাদ সম্ভব ১ লাখ হেক্টর জমিতে
কালের কণ্ঠ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯
দেশে সাধারণ ভোজ্য তেলের চেয়ে বাড়তি পুষ্টিগুণসম্পন্ন হাই ভ্যালু তৈলজাত ফসল পেরিলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। বর্ষা মৌসুমে (খরিপ-২) বাংলাদেশে চাষযোগ্য একমাত্র অভিযোজিত তৈলজাতীয় ফসল এটি। তাই এর বাণিজ্যিক উৎপাদনে ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমানো সম্ভব বলে আশা করছেন গবেষকরা।
বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা বছরে ২৪ লাখ টন।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে তৈলজাত ফসল মোট আবাদ হয় দেশের ১০ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে। উৎপাদিত বীজ দিয়ে চার লাখ ৯১ হাজার টন তেল উৎপাদন সম্ভব। রাজস্ব বোর্ডের তথ্যমতে, ২০২৩ সালে দেশে ২৫ লাখ সাত হাজার টন সয়াবিন ও পামতেল আমদানি করা হয়।
আমদানিনির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের কৃষিতে তৈলজাত ফসল উৎপাদন, চাষ বৃদ্ধি ও জাত উন্নয়ন প্রয়োজন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ভোজ্য তেল
- তেল আমদানি