টেকনাফে নিখোঁজ জেলের লাশ ভেসে এল সৈকতে

বিডি নিউজ ২৪ টেকনাফ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের লাশ সৈকতে ভেসে আসার পর উদ্ধার করেছে পুলিশ।


রোববার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে শাহ পরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান।


মারা যাওয়া জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।


নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।


সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও