You have reached your daily news limit

Please log in to continue


স্থলে উঠে এসেছে ঘূর্ণিঝড় ‘ফেইনজাল’, চেন্নাইয়ে বন্যা, একজনের মৃত্যু

ঘূর্ণিঝড় ফেইনজাল শনিবার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কাছ দিয়ে বঙ্গোপসাগর থেকে স্থলে উঠে এসেছে। এর প্রভাবে তামিল নাডুর উত্তরাঞ্চল ও পুদুচেরিতে ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, নগরীটির বহু অংশ তলিয়ে গেছে।

ফেইনজাল স্থলে উঠে আসার আগে থেকেই এর প্রভাবে ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে থাকে। এতে চেন্নাইয়ে ফ্লাইট ও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। নগরীর বেশ কয়েকটি হাসপাতাল ও বাড়ি বন্যাকবলিত হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল নাডুর বেশ কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শত শত মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে রাখা হয়েছে।

প্রতিবেশী পুদুচেরির নিচু এলাকাগুলোতে বসবাসরত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসএমএস বার্তা পাঠিয়ে লোকজনকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

চেন্নাই বিমানবন্দরের কিছু অংশ তলিয়ে যাওয়ায় বহু ফ্লাইট বাতিল করতে হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়। বিমানবন্দরটির কার্যক্রম রোববার ভোর ৪টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন