জামায়াত ‘একাত্তর’ মুছে দিতে চায়: রাষ্ট্র সংস্কার আন্দোলন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ২২:৩৯

‘একাত্তরের পরাজিত শক্তি’ হিসেবে জামায়াতের ইসলামী একাত্তরকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।


মুক্তিযুদ্ধের সময় কুড়িগ্রামের রৌমারীর গৌরবোজ্জ্বল ভূমিকা পুনরুজ্জীবিত করার জন্যই সেখানে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘এ জন্যই এই সমাবেশ পণ্ড করেছে জামায়াত।’


শুক্রবারের সেই হামলায় জামায়াতকে স্থানীয় পুলিশ ও প্রশাসন সহযোগিতা করেছে এমন অভিযোগ করে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। এসময় তিনি এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে হামলাকারী জামায়াত নেতা-কর্মীদের বিচারের পাশাপাশি তাদের ‘প্রশ্রয় দেওয়ায়’ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থার দাবি জানানো হয়।


রাজধানীর তোপখানা রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ুম বলেন, “একাত্তরে রৌমারীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল সেটিকে পুনরুজ্জীবিত করার যে চেষ্টা করেছি, একাত্তরের পরাজিত শক্তি হিসেবে জামায়াতের সেটা গায়ে লেগেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও