কারাবন্দী সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাসপাতালে হেনস্তা
সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আজ সকাল ১০টার দিকে আসাদুজ্জামান নূর বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিও থেরাপি নিতে যান। সেখানেই তিনি হেনস্তার শিকার হন। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনবি জানায়, দুপুরে নুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ছাত্র–জনতার আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান।
হাসপাতাল সূত্র জানায়, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও এইচ টি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে গেলে তাঁদের হেনস্তা করা হয়।