কুমিরের সঙ্গে ঘুমান তিনি
ফরাসি এই ব্যক্তির প্রতিবেশীদের বাসায় থাকে বিড়াল বা কুকুর। কিন্তু তাঁর বাসায় রয়েছে কুমির, বিষধর কোবরা, অজগর, বিচ্ছু, বিষাক্ত মাকড়সাসহ নানা প্রাণী। ফরাসি এই ব্যক্তির নাম ফিলিপ্পে গিলেত।
ফিলিপ্পে যখন বৈঠকখানায় বসে টেলিভিশন দেখেন, তখন তাঁর পাশে দেখা যায় কুমির। অপরিচিত কেউ তাঁর বাসার বৈঠকখানায় ঢুকলে কফি টেবিলের নিচ থেকে গর্জে বেরিয়ে আসে ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা কুমির অ্যালি।
পরিস্থিতি বুঝে ফিলিপ্পেকে বলতে হয়, ‘শান্ত হও।’ তিনি এই কথা বললে আবার টেবিলের নিচে চলে যায় ‘অ্যালি’। ফিলিপ্পে নিজেই বলছেন, ‘ঝড় হলে কুমির তাঁর সঙ্গে ঘুমাতে চলে আসে। মানুষ ভাবে আমি পাগল।’
ফিলিপ্পে বলেন, এটি নীল প্রজাতির কুমির। বিশ্বের সবচেয়ে ভয়ংকর প্রজাতির কুমির এটি।