You have reached your daily news limit

Please log in to continue


ইনস্টা রিলসের গান এক ক্লিকেই শুনতে পারবেন স্পটিফাইয়ে

মেটার মালিকানাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এদিকে একই ভাবে মিউজিক অ্যাপ স্পটিফাইয়ের জনপ্রিয়তার গ্রাফও ক্রমেই ঊর্ধ্বমুখী। 

যেভাবে ইনস্টাগ্রামে শোনা গানকে সরাসরি সেভ করা যাবে স্পটিফাইয়ে:

আপনি ইনস্টাগ্রামে স্ক্রল করছেন। একে একে রিলস, স্টোরিস দেখছেন হঠাৎ কোনও একটা গান আপনার ভালো লেগে গেল। সঙ্গে সঙ্গে সেই গানের পাশে থাকা ছোট্ট মিউজিক আইকনে ক্লিক করুন। তাহলে আপনি পৌঁছে যাবেন একটি এমন পেজে যেখানে লেখা থাকবে ‘অ্যাড’।

যদি প্রথমবার হয়, ইনস্টাগ্রাম আপনাকে এর সঙ্গে আপনার স্পটিফাই অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। সেক্ষেত্রে কেবল ‘লিঙ্ক স্পটিফাই’-এ ট্যাপ করলেই হবে। এবার স্পটিফাইয়ে লগ ইন করুন। টার্মসের সঙ্গে এগ্রি করুন।

আর একবার লিঙ্কড হয়ে গেলেই স্পটিফাই বাটনটি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এবার গানটি আপনার পছন্দের গানটি স্পটিফাই প্লেলিস্টে সরাসরি অ্যাড হয়ে যাবে । 

উল্লেখ্য, ইনস্টাগ্রাম কোনও প্লেলিস্ট খুঁজতে দিবে না (অন্তত এখনও পর্যন্ত)। সুতরাং এবার থেকে কোনও গান পছন্দ হলে আর চিন্তা নেই। সহজ পদ্ধতিতে অ্যাড করে ফেলুন স্পটিফাইয়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন