আইফোন, আইপ্যাডে মুছে যাওয়া ছবি ফেরাবেন কীভাবে?
অনেক সময়ই পছন্দের ছবি দুর্ঘটনাবশত মুছে ফেলার ঘটনা ঘটতে পারে। এমন হলে খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে, প্রযুক্তির এ যুগে মুছে যাওয়া কী এতই সহজ?
আইফোন বা আইপ্যাডে মুছে যাওয়া ছবি পুনরুদ্ধার করার সহজ কিছু টিপস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
রিসেন্টলি ডিলিটেড অ্যালবাম
ভুলবশত ছবি মুছে গেলে, ‘রিসেন্টলি ডিলিটেড’ অ্যালবাম হল প্রথম জায়গা যেখানে ছবিটি খুঁজতে হবে।
ফটোজ অ্যাপ চালু করুন। এরপর, নিচে স্ক্রল করে ইউটিলিটিজ বিভাগ থেকে ‘রিসেন্টলি ডিলিটেড’ অ্যালবাম বেছে নিন। ফোনের পাসওয়ার্ড বা ফেইস আইডি দেওয়ার পর, শেষ ৩০ দিনে ডিলিট করা হয়েছে এমন সব ছবি দেখতে পারবেন। এর বেশি পুরনো ছবি ডিভাইস থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তবে, এখানেই প্রথম দেখা উচিত।
যদি নিজের দরকারি বা পছন্দের ছবিটি এ অ্যালবামে থাকে, তার ওপর চেপে সেটি সিলেক্ট করুন। এরপর স্ক্রিনের নিচে থেকে থ্রি-ডট আইকনে চাপুন এবং ‘রিকভার’ অপশনটি বেছে নিন। আরেকবার ‘রিকভার ফটো’ অপশনে চাপুন। বিকল্পভাবে, ছবিটি প্রথমে প্রিভিউ করতে পারেন এরপর স্ক্রিনের নিচে ডান দিক থেকে ছবিটি পুনরুদ্ধার করতে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- আইপ্যাড
- ছবি
- পুনরুদ্ধার