You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গল গ্রহে ছিল গরম পানি, দাবি বিজ্ঞানীদের

মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল, তা জানার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহ থেকে ছিটকে পড়া উল্কাপিণ্ড এনডব্লিউএ৭০৩৪–এর নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, অতীতের কোনো এক সময়ে মঙ্গল গ্রহে গরম পানির উপস্থিতি ছিল।

বিজ্ঞানীদের তথ্যমতে, ব্ল্যাকবিউটি নামে পরিচিত উল্কাপিণ্ডটি ২০১১ সালে সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। ৪৪৩ বছরের পুরোনো উল্কাপিণ্ডটি মহাজাগতিক কোনো সংঘর্ষের কারণে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছিটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্কাপিণ্ডের জিরকন নমুনা বিশ্লেষণ করে পানির রাসায়নিকের সন্ধান পাওয়া গেছে। এই চিহ্ন ইঙ্গিত করে, মঙ্গল গ্রহে একসময় গরম পানির উপস্থিতি ছিল। ভূতাপীয় বা হাইড্রোথার্মাল সিস্টেম জীবন বিকাশের জন্য অত্যাবশ্যক। পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য শুরুতে এই সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই পৃথিবীর মতো বাসযোগ্য পরিবেশ তৈরির প্রয়োজনীয় উপাদান মঙ্গল গ্রহের ভূত্বক গঠনের সময়ও ছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন