রিকশা নিয়ে যে কারণে দীর্ঘমেয়াদি নীতিমালা প্রয়োজন
সম্প্রতি ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাজপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে একটি বিতর্ক আগে থেকেই ছিল। গত ১৫ মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের এক সভায় তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছিলেন।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকেরা রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছিলেন। তাঁরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২০ মে তৎকালীন প্রধানমন্ত্রী ‘নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে’ ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন।