সংস্কারে বিলম্ব, পিছিয়ে যাচ্ছে এফবিসিসিআইয়ের নির্বাচন
আড়াই মাসের বেশি সময় ধরে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে কোনো পরিচালনা পর্ষদ নেই। সরকার নিযুক্ত প্রশাসক দৈনন্দিন কাজ চালিয়ে নিলেও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে ফেডারেশনের সংস্কার কার্যক্রম চলছে ধীরগতিতে। সে কারণে নির্বাচন প্রক্রিয়াও শুরু হচ্ছে না। এদিকে প্রশাসকের নির্ধারিত মেয়াদও ফুরিয়ে আসছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, বিভিন্ন কারণে এফবিসিসিআইয়ে সংস্কার জরুরি হয়ে পড়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংস্কার কার্যক্রম চলছে শ্লথগতিতে। অথচ সংস্কারের কাজটি দ্রুত সম্পন্ন করে ফেডারেশনে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা দরকার। ফেডারেশনে ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। মাসের পর মাস এভাবে চললে ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়ার শঙ্কা আছে।