পিটার প্যান সিনড্রোমে ভুগছেন কি না বুঝবেন যেভাবে
ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র পিটার প্যান কে চেনেন না বা শোনেননি কখনো এমন মানুষ খুব কম। তবে 'পিটার প্যান সিনড্রোম' নামে যে একটা রোগ আছে, সে সম্পর্কে জানা নেই এমন মানুষের সংখ্যাই বেশি।
পিটার প্যান সিনড্রোম সম্পর্কে বিস্তারিত জেনে নিন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদের কাছ থেকে।
পিটার প্যান সিনড্রোম কী
অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, পিটার প্যান সিনড্রোম এমন একটি অবস্থা যেখানে একজন মানুষ প্রাপ্তবয়ষ্ক অবস্থায় চলে যায় কিন্তু তার ভেতরে শিশুসুলভ আচরণগুলো থেকে যায়। শারীরিকভাবে বড় হলেও প্রাপ্তবয়স্কদের মতো দায়িত্বশীল হতে পারে না। মানসিক বা আচরণগতভাবে তাদের চিন্তা এবং আচরণ শিশুদের মতো থাকে।
পিটার প্যান শব্দটি মূলত জেমস ম্যাথিউ ব্যারি এর লেখা চরিত্র পিটার প্যান থেকে নেওয়া হয়েছে। ডিজনির একটি কার্টুন চরিত্র আছে পিটার প্যান, এর চরিত্র অনুযায়ী বলা হয়েছে যে কখনো বড় হয়ে চায় না। একজন প্রাপ্তবয়ষ্ক কিন্তু শিশুদের মতো আচরণ করে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশু মনোমানসিকতা