ঝুলেই রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ২১:৫৮
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষ হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সঙ্কট সমাধানে পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার বিশেষ এই সভা ডেকেছিল আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয় ভার্চুয়াল এই সভা। সিদ্ধান্ত নেওয়া হয় যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি অন্য কয়েকটি বোর্ড সদস্যকে নিয়ে এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেখানে ভারত ও পাকিস্তান সরকারের অনুমোদন থাকবে।
এই সপ্তাহান্তে আইসিসি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে