‘রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের আলোচনার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ হওয়া যুক্তিযুক্ত’
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুদার বলেছেন, আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, 'তাদের মধ্যকার সংলাপ বা আলোচনায় তারা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাবেন। এ প্রক্রিয়ায় একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের ঐকমত্যের ভিত্তিতে রোডম্যাপ তৈরি হওয়াটাই সঠিক।'
'কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত হবে, সেসব সংস্কার করতে কত সময় লাগবে এবং সেই সংস্কারগুলো সরকার ও নির্বাচন কমিশন কীভাবে বাস্তবায়ন করবে, এসব বিবেচনা করেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হওয়া যৌক্তিক,' বলেন তিনি।
আজ শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা' শীর্ষক ছায়া সংসদে (বিতর্ক) বক্তৃতাকালে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, 'গত তিনটি নির্বাচনে যারা নির্বাচনি অপরাধ করেছেন, তাদের শাস্তি হওয়া উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।'