You have reached your daily news limit

Please log in to continue


শ্রীমঙ্গলে যে দুটি জায়গায় যাওয়া পণ্ডশ্রম

রাজধানী থেকে একদিনে যেমন বেড়িয়ে আসায় যায়, তেমনি দুতিন দিন থেকে আরাম করেও ঘুরে ফেরা যায় চা কন্যার দেশ থেকে।

তবে একদিনের ভ্রমণে সময় বাঁচাতে হলে শ্রীমঙ্গলের চা জাদুঘর ও মাগুরছড়া পুঞ্জি এড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।

কারণ শ্রীমঙ্গল-কমলগঞ্জ মহাসড়কের পাশে কমলগঞ্জ ইউনিয়নে অবস্থিত এই খাসিয়াদের গ্রামে বর্তমানে ঢোকা নিষেধ।

আর চা জাদুঘরে গিয়ে মনে হবে কেনো আসলাম! যে কয়েকটা কক্ষ নিয়ে জাদুঘরটি তৈরি করা হয়েছে সেখানে দেখা যাবে পুরানো্ আমলের ফ্রিজ, টেলিভিশন, ভাঙা পাখা, ট্রান টেবিল, ব্যবহৃত কলম আরও হাবিজাবি কিছু জিনিস।

চায়ের সাথে এসবের কী সম্পর্ক? জানতে চাইলে- রক্ষণাবেক্ষণে নিয়োজিত রক্ষীর উত্তর- “এগুলো সবই কোনো না কোনো চা বাগানে ছিল। সেখানকার ব্যবর্হত জিনিস এখানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।”

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আধা ঘণ্টা দূরে এই চা জাদুঘরে গিয়ে এসব দেখে হতাশ হওয়ার পাশাপাশি সময় নষ্ট করার চাইতে, বরং লাউয়াছড়াতে গিয়ে সময় বেশি কাটানো ভালো।

সেখানে বনের মাঝে ঘুরে ফিরে, ভেতরে খাসিয়াদের গ্রাম দেখে, জঙ্গলের মাঝ দিয়ে রেললাইনে ছবি তুলে, সুন্দর মতো চলে যাওয়া যায় মাধবপুর হ্রদের সৌন্দর্য দেখতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন