You have reached your daily news limit

Please log in to continue


প্রকাশ্যে এলো ‘নয়া মানুষ’ সিনেমার ট্রেলার

আগামী সপ্তাহে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা 'নয়া মানুষ'।

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের 'বেদনার বালু চরে' গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, 'নানা চড়াই-উৎড়াই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।'

'এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। অনেকেই নয়া মানুষ হতে চাইবে,' প্রত্যাশা সোহেলের।

'নয়া মানুষ' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন