![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-11-29%252F2cbzapzh%252F5abe1456_ad7f_4c4d_9acd_660590bd99f1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সম্মিলিত পরিষদের দলনেতা চৈতি গ্রুপের আবুল কালাম
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আগামী পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা হবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল কালাম।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে সম্মিলিত পরিষদের নেতারা দলনেতা হিসেবে চৈতি গ্রুপের এমডি আবুল কালামকে পরিচয় করিয়ে দেন। তিনি গত ২০১২-১৩ সালে বিজিএমইএর পরিচালক ছিলেন। তা ছাড়া বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আবুল কালাম বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক।
গত রাতের অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ। সম্মিলিত পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।