আমরা দৈনন্দিন জীবনে নানা কাজে নানা রকম নড়াচড়া স্বচ্ছন্দে করে থাকি। কিন্তু কারও কারও ক্ষেত্রে এটি ভয়ানক চ্যালেঞ্জের। মুভমেন্ট ডিজঅর্ডার এমন রোগ, যেখানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। আজ ২৯ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে মুভমেন্ট ডিজঅর্ডার দিবস।
ধরন ও উপসর্গ
মুভমেন্ট ডিজঅর্ডার অনেক ধরনের হতে পারে।
অ্যাটাক্সিয়া: শরীরের ভারসাম্য ও সমন্বয়ের অভাব, যাতে হাঁটা বা দাঁড়ানোয় সমস্যা হয়।
রাইটারস ক্র্যাম্প: লেখার সময় হাতের পেশিতে টান বা ব্যথা, যা পেশাগত জীবনে জটিলতা তৈরি করে।