রয়টার্সের প্রতিবেদন: আদানির ঘুষকাণ্ডে ভারতের সৌরবিদ্যুৎ খাতের যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৯

গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগের ঘটনায় ভারতের সৌরবিদ্যুৎ শিল্পের ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। গত সপ্তাহে নিউইয়র্কের প্রসিকিউটরেরা এই ভারতীয় ধনকুবের এবং আরও কয়েকজনের বিরুদ্ধে সিকিউরিটিজ এবং ওয়্যার জালিয়াতির অভিযোগ এনেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা আদানি গ্রুপের ১৯ বিলিয়ন ডলারের নবায়নযোগ্য শক্তি ইউনিটের জন্য সৌরশক্তি প্রকল্প চুক্তি পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন।


অভিযোগ অনুযায়ী, বাজারের চেয়ে বেশি দামের বিদ্যুৎ কিনতে সরকারকে রাজি করাতে কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন তাঁরা। পর্যবেক্ষকেরা বলছেন, নবায়নযোগ্য শক্তির উদ্যোক্তাদের এই প্রবণতা ভারতের সৌরশিল্পের বৃহত্তর সমস্যাগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে।


সমস্যার মূল কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা। সৌর প্রকল্পের জন্য বিদ্যুৎ উৎপাদকদের যে ট্যারিফ ধার্য করা হয়, তা নির্ধারণ করা হয় কেন্দ্রীয় সংস্থা সোলার এনার্জি করপোরেশন অব ইন্ডিয়া (এসইসিআই) পরিচালিত নিলামের মাধ্যমে। এটি সাধারণত চুক্তি লাভের সময় নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, এই ক্ষেত্রে চুক্তিটি ২০২০ সালের প্রথমার্ধে হয়। এরপর উৎপাদকেরা দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির জন্য ক্রেতা খুঁজতে থাকেন। এর জন্য সাধারণত কয়েক মাস সময় পাওয়া যায়। তবে চার বছর আগে ক্রেতা পাওয়াই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও