কোনো তর্ক ছাড়াই বলা যায়, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটেও সর্বকালের সেরাদের একজনও কিনা সেটা নিয়েও আলোচনা আছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির তিন সংস্করণের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি।
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা সাকিবকে বড় ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেন দীনেশ কার্তিকও। আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সে অধিনায়ক হিসেবে খেলছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সাকিবের প্রশংসা করেছেন কার্তিক।