বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে

বণিক বার্তা প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৭

চলতি বছর শেষে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বাড়বে ৬ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে ডিভাইস বিক্রি পৌঁছবে ১ হাজার ২৪০ কোটি ইউনিটে। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইলফোন ট্র্যাকার’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


গত মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, দুই বছর ধরে বড় ধরনের পতনের পর ২০২৪ সালে ডিভাইস আপগ্রেডের চাহিদার কারণে স্মার্টফোন বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। তবে ২০২৫ সাল থেকে বিক্রি কিছুটা ধীর হয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আইডিসি। ২০২৩-২৮ সালের মধ্যে এ বাজারের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৬ শতাংশ। সংস্থাটি বলছে, এ সময় স্মার্টফোনের ব্যবহার বাড়বে, তবে ভোক্তারা নতুন মডেল কেনার আগে বর্তমান ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন ও ব্যবহৃত স্মার্টফোনের বাজারও দ্রুত বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও