তিন দিন বৃষ্টির সম্ভাবনা, জেঁকে বসবে শীত
নভেম্বর মাসের শেষদিক হওয়ায় স্বাভাবিকভাবেই সমুদ্রের পানির তাপমাত্রা কিছুটা কম এখন। ফলে বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো শক্তি সঞ্চয় করতে পারেনি। তবে এর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে দেশের ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলে ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে আকাশ মেঘমুক্ত হয়ে যেতে পারে। এতে আগামী (ডিসেম্বর) মাসের দ্বিতীয় সপ্তাহেই সারা দেশে তাপমাত্রা অনেকটা কমতে পারে। শীত জেঁকে বসতে পারে দেশের অনেক অঞ্চলেই। কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হলে এর প্রভাবে দেশে কিছুটা বৃষ্টি হতে পারে। এছাড়া এর তেমন কোনো প্রভাব নেই আমাদের এখানে। তবে বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে দেশে শীতের তীব্রতা অনেকটাই বাড়তে পারে। ৬ বা ৭ ডিসেম্বরের দিকে সারা দেশেই তাপমাত্রা অনেক কমে যেতে পারে।