ঢালিউডে ডজনের বেশি নায়ক, তবু কেন খাদের কিণারায় সিনেমাঙ্গন?

যুগান্তর প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৭

ঢাকাই সিনেমায় নব্বই ও শূন্য দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন মান্না, ওমর সানী, সালমান শাহ, বাপ্পারাজ, আমিন খান, শাকিল খান, অমিত হাসানসহ অনেক নায়ক। বর্তমানে এদের কেউ মৃত, অনেকে রয়েছেন সিনেমা থেকে দূরে। পরবর্তীতে অনেক নায়কের জন্ম হলেও একমাত্র শাকিব খান ছাড়া অন্য কেউ শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। 


তবে গত কয়েকবছর ধরে তিনিও হয়ে গেছেন ঈদনির্ভর নায়ক। উৎসব ছাড়া এখন তিনিও ফ্লপ। অন্য যারা আছেন তাদের কেউ রাজনৈতিক কারণে ইন্ডাস্ট্রি থেকে দূরে, কারও কারও অবস্থান একেবারেই নেই। ঢালিউডে বর্তমানে নায়ক হিসাবে দীর্ঘদিন কাজ করলেও এখন তাদের ক্যারিয়ার মরচে ধরা। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও