বাজারে মিলছে ইনটেলের আলট্রা সিরিজের নতুন প্রসেসর
গত অক্টোবর মাসে বিশ্ববাজারে নিজেদের তৈরি আলট্রা ৫, ৭ ও ৯ সিরিজের প্রসেসর উন্মুক্ত করেছে ইনটেল। এর এক মাসের মাথায় রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারেও পাওয়া যাচ্ছে নতুন মডেলের প্রসেসরগুলো। এ ছাড়া প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্যের দাম আগের মতোই রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।
প্রসেসর
ইনটেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আলট্রা ৭ ২৪৫ কেএফ (৫.৫ গি.হা.) ৫০ হাজার টাকা কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ১৭ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩০ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৩ হাজার ২০০ টাকা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টেল প্রসেসর