আপনার সঙ্গী কি নিজেকে নিয়েই ব্যস্ত
এ ধরনের মানুষকে বলে নার্সিসিস্ট। অতি মাত্রায় নার্সিসিস্টরা আত্মমগ্ন ও কর্তৃত্বপরায়ণ। তাঁরা নিজেদের সেরা ভাবেন। তাঁদের ভাবনায় থাকে কেবল ‘আমিত্ব’। নিজের ভালো দিক অন্যের সামনে জাহির করতে চান তাঁরা। ব্যক্তিগত সম্পর্ককে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন। সম্পর্কের শুরুটা ‘মিষ্টি কথা’ দিয়ে করলেও এক পর্যায়ে গিয়ে নিজের সঙ্গীকে মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলে দেন তাঁরা। একটা মধুর সম্পর্ককে তিক্ত করে তোলেন।
জেনে নিন বৈশিষ্ট্য
আপনার সঙ্গী এমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকলে আপনারও নিদারুণ মানসিক যন্ত্রণায় ভোগার আশঙ্কা রয়েছে। জেনে নেওয়া যাক, এই আত্মমগ্ন ও কর্তৃত্বপরায়ণ ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য।
নিজেদের সব সময় সঠিক মনে করেন তাঁরা।
অন্যের আবেগ ও অনুভূতি তাঁদের কাছে মূল্যহীন।
খুব কম মানুষের সঙ্গেই তাঁদের বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকে। কারও কারও দীর্ঘদিনের বন্ধু বলতেই কেউ থাকে না।
কথা বলার সময় নিজের ‘বড়ত্ব’ প্রকাশের দিকেই তাঁদের বেশি মনোযোগ থাকে।
- ট্যাগ:
- লাইফ
- সঙ্গী
- মানসিক বিপর্যয়