মিতু হত্যা: হাই কোর্টে জামিন এসপি বাবুলের

বিডি নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৭:২৩

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাই কোর্ট।


বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ এ আদেশ দেয়।


চট্টগ্রাম আদালতে বিচারাধীন মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশ চট্টগ্রাম আদালতে পৌঁছালে তারপর কারাগার থেকে মুক্তি পাবেন বাবুল আক্তার।”


এর আগে গত ১৪ অগাস্ট মিতু হত্যা মামলার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়েছিল।


ওই আবেদনের শুনানি নিয়ে ১৮ অগাস্ট জামিন আবেদন নাকচ করে আদালত।


স্ত্রী মিতু হত্যা মামলার আসামি বাবুল আক্তার গত সাড়ে তিন বছর ধরে কারাগারে আছেন। মামলাটি বর্তমানে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বিচারাধীন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও