মা–বাবার বিষণ্নতা যেভাবে সন্তানের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে
সন্তানকে সঙ্গে নিয়ে মায়ের আত্মহত্যা, সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, বাংলাদেশেও এমন খবর এখন বিরল নয়। এসব ঘটনা আমাদের স্তব্ধ করে, গভীর শোক ও উদ্বেগের মুখে ঠেলে দেয়। স্বাভাবিক চিন্তার যেকোনো মানুষের কাছে এমন কর্মকাণ্ড শুধু হৃদয়বিদারকই নয়, অযৌক্তিক, নিষ্ঠুর ও দুর্বোধ্য। এমন ঘটনা কাম্য নয়, কোনোমতেই মেনে নেওয়ার নয়, কিন্তু ঘটছে। কেন ঘটছে, এর পেছনের আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক কারণগুলো জানা থাকলে উত্তরণ কিছুটা হলেও সহজ হতে পারে।
সম্ভাব্য কারণ
১. মানসিক অসুস্থতা: কিছু মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে, বাস্তবতাকে নেতিবাচক ও বিকৃতভাবে ব্যাখ্যা করে। তাদের মধ্যে আত্মহত্যা বা সন্তান থাকলে তাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার ঝুঁকি থাকতে পারে। এসব মানসিক রোগের মধ্যে উচ্চ মাত্রার বিষণ্নতা অন্যতম। এ ছাড়া রয়েছে বাইপোলার ডিজঅর্ডার বা সাইকোসিস, মাদকাসক্তি, মায়েদের মধ্যে প্রসব-পরবর্তী বিষণ্নতা।
- ট্যাগ:
- লাইফ
- সন্তানের যত্নাদি