স্ক্যাবিস বা খোসপাঁচড়া
প্রথম আলো
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪১
ত্বকের একটি মারাত্মক ছোঁয়াচে রোগ স্ক্যাবিস। পরিবারের একজনের হলে অন্যদের দেহেও সংক্রমিত হয়। সচেতনতা, পরিচ্ছন্নতা, সঠিক চিকিৎসা ও পরামর্শ ছাড়া এই রোগের প্রতিকার ও প্রতিরোধ কঠিন।
স্ক্যাবিস রোগকে বাংলায় বলে খোসপাঁচড়া। সারকোপটিস স্ক্যাবিয়াই নামক জীবাণু এ রোগের কারণ। এর প্রধান লক্ষণ শরীরে চুলকানি ও দানা বা বিচির মতো র্যাশ ওঠা, যা পারস্পরিক স্পর্শের মাধ্যমে ছড়ায়। তা ছাড়া রোগীর ব্যবহৃত কাপড়চোপড়, বিছানার চাদর, বালিশ ব্যবহার করলে এ রোগ হতে পারে।
স্ক্যাবিস একটি অণুজীব, একটি ক্ষুদ্র পোকা, যা খালি চোখে দেখা যায় না। এরা সারা বছর প্রজনন করতে পারে, শীতল পরিবেশে প্রজনন দ্রুততর হয়।