You have reached your daily news limit

Please log in to continue


ইতিহাস গড়েই মেসি-রোনালদোকে স্পর্শ করলেন লেভানডফস্কি

বায়ার্ন মিউনিখে হ্যান্সি ফ্লিক-রবার্ট লেভানডফস্কি জুটি ঘুম কেড়ে নিয়েছিল পুরো ইউরোপের। জার্মান কোচের অধীনে বাভারিয়ানদের হয়ে এই পোলিশ স্ট্রাইকার ছিলেন দুর্দান্ত ছন্দে। পুরাতন সেই গুরু-শিষ্য জুটি আবার দেখা গেল চলতি মৌসুমে বার্সেলোনায় এসে। স্প্যানিশ ক্লাবটিতে বেশ স্বাচ্ছন্দ্যেই আছে লেভানডফস্কি। গতকাল রাতে অংশ হয়েছেন ইতিহাসের। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের নজির গড়লেন এই পোলিশ স্ট্রাইকার। গতকাল রাতে ফ্রান্সের দল ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পথে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লেভা। ম্যাচে করেছেন দুই গোল। ক্যারিয়ারের ১২৫তম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এই কীর্তি ছুঁয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। 

বেস্তের বিপক্ষে এই জয় দিয়ে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ব্রেস্তকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি এবং বাকি গোলটি দানি ওলমোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন